বান্দরবানে কৃষক ও নারীদের আর্থ অবস্থার সামাজিক উন্নয়নে বিভিন্ন সামগ্রী বিতরণ গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —-পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

॥ ডেস্ক রিপোর্ট ॥ বান্দরবানের কৃষক ও নারীদের আর্থ অবস্থার সামাজিক উন্নয়নে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলার বিভিন্ন কৃষক ও নারীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী/প্রসুতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদান প্রদান অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
এসময় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সরকারের কাছ থেকে যা বরাদ্ধ প্রয়োজন আমরা খুঁেজ আনবো, তবে গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, আগে কস্ট্রাকশন বরাদ্ধ দেয়া হত সব থেকে বেশি। যার কারনে জেলার সামগ্রীক উন্নয়ন ১৫ শতাংশতে নেমেছে। এর থেকে উত্তোরণ হতে বর্তমান সময়ে কস্ট্রাকশন খাতে শুধু মাত্র ২০ শতাংশ বরাদ্ধ রেখে ৬০ শতাংশ বরাদ্ধ জেলার শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে বরাদ্ধ দেয়া হবে। অপর ২০ শতাংশ স্বাস্থ্য ও অন্যান্য খাতে ব্যয় করা হবে বলে জানান তিনি।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: তৌহিদ হোসেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো.শহীদুল্লাহ কাওছার, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সদস্য ম্যাম্যানুসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, জেলা পরিষদের সদস্যরা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্টানের শেষ পর্যায়ে বান্দরবান সদরের ৪ শত ৮২ জন কৃষক ও নারীদের আর্থ অবস্থার সামাজিক উন্নয়নে বিভিন্ন ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী/প্রসুতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদান বিতরণ করা হয়।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930