থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

॥ থানচি প্রতিনিধি ॥ প্রাকৃতিক সৌন্দর্য্য, জনবৈচিত্র্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতিতে সমৃদ্ধ আমাদের বন্ধনের জেলা বান্দরবান। পাহাড়ি দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং পর্যটন শিল্প বিকাশের অসীম সম্ভাবনা নিয়ে বান্দরবান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হিসেবে খ্যাত। শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
সম্প্রীতি এই ধারাবাহিকতায়, থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের রিমাকরি খালের উপর নব নির্মিত ব্রীজটি শুভ উদ্ধোধন করেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামসুল আলম, এনডিসি, পিএসসি।
বুধবার (২৭ আগষ্ট) ব্রীজ উদ্বোধন শেষে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কাইতন পাড়া ও শালোকিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শন শেষে কোমলমতি শিক্ষার্থীদের হাতে খেলাধুলা সামগ্রী ও উপহার তুলে দেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন, থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক লেঃ কর্ণেল নূর মোঃ সিদ্দিক সেলিম, পিএসসি।
এসময় ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার বললেন, দুর্গম সীমান্তবর্তী এলাকার শিক্ষা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। এখন পর্যন্ত কাইতন পাড়া এবং শালোকিয়া পাড়ায় সর্বপ্রথম ২টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। তাছাড়া আগামীতে কনস্ট্রাকশনের এলাকায় স্থানীয়দের কাজ করতে সুযোগ দেয়া হবে এবং প্রয়োজনীয় কাজ ও শিখিয়ে দেয়া হবে।
তিনি আরো বললেন, পাহাড়ে জননিরাপত্তা, আত্মসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের এ ধারা বজায় রাখার জন্য আমাদের এ নিরলস প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশে সেনাবাহিনীর দায়িত্ব ও কর্তব্য।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031