দুর্গম স্কুল গুলোতে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে উন্নয়ন বোর্ড ঃ তরুন কান্তি ঘোষ
পার্বত্য অঞ্চলে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে দুর্গম স্কুলে হাই ব্যাঞ্চ
ও লো ব্যাঞ্চ বিতরণ কার্যক্রম শুরু করেছে উন্নয়ন বোর্ড
॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য অঞ্চলে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে দুর্গম স্কুলে হাই ব্যাঞ্চ ও লো ব্যাঞ্চ বিতরণ কার্যক্রম শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। মঙ্গলবার (২৩ মে) রাঙ্গামাটি শহীদ আব্দুল আলী একাডেমী মিলনায়তনে ১০০ জোড়া ব্যাঞ্চ বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্কুলের শিক্ষকদের হাতে এই ব্যাঞ্চ তুলে দেন।
এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, বোর্ডের সহকারী প্রকৌশলী পল্লব চাকমা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকরা উপস্থিত ছিলেন।
তরুন কান্তি ঘোষ বলেন, সরকার পার্বত্য অঞ্চলের শিক্ষার মান বৃদ্ধিতে খুবই আন্তরিক। সরকারের উন্নয়ন প্রকল্পের অংশ হিসাবে রাঙ্গামাটি জেলার দুর্গম স্কুল গুলোতে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে উন্নয়ন বোর্ড। এই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আবেদনের ভিত্তিতে বেশ কিছু স্কুলকে ক্লাস করার সুবিধা হাই ব্যাঞ্চ লো ব্যাঞ্চ বিতরণ করা হচ্ছে।
এসময় অতিথিবৃন্দরা বলেন, দূগর্ম এলাকার শিক্ষার্থীরা যাতে সঠিক শিক্ষা লাভ করে শিক্ষার মান বৃদ্ধি ও একটি ব্যাঞ্চে ৩/৪জন চাপা-চাপি করে বসতে না হয় এবং স্কুলের ছাত্র-ছাত্রীরা যাতে স্বাচ্ছন্দে বসে সঠিকভাবে পড়া-লেখার সুযোগ সৃষ্টি প্রয়াসে এই ব্যাঞ্চ প্রদান।