॥ নিজস্ব প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রীর পক্ষ বিশেষ ত্রাণ কার্যক্রমের অংশ হিসাবে ঘুর্ণিঝড়র মোরার আঘাতে রাঙ্গামাটির ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ দুস্থদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি আখতাররুজ্জামান, কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতা অসীম কুমার উকিল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, , উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার সহ প্রশাসনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ দুর্গত মানুষের হাতে চাল, ঘর নির্মাণের জন্য ঢেউটিন সহ বিভিন্ন উপকরণ তুলে দেন।
আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন, মোরায় ক্ষতিগ্রস্থ মানুষ যতদিন দুর্গত অবস্থায় থাকবেন আওয়ামীলীগ সরকার সব সময়তাদের পাশে থাকবে। নেতৃবৃন্দ বলেন, আমরা ৩ ভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবো প্রথম ধাপে আমরা দ্রুত মানুষ যাতে তাদের জীবন বাচাতে পারে তার জন্য যতটুকু আছে ততটুক নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্গত মানুষের তালিকা তৈরী করে দ্রুত মন্ত্রনালয়ে পাঠানো নির্দেশনা দিয়েছে। তালিকা অনুযায়ী প্রত্যেক্ষ ক্ষতিগ্রস্থকে ত্রাণ সহায়তা প্রদান করা হবে।
নেতৃবৃন্দ বলেন, ত্রাণ কার্যক্রম নিয়ে যদি কোন ভাবে কোন দুর্নীতি হয় তাহলে আমরা কোন ভাবেই ছাড়া দেবো না। আওয়ামীলীগের প্রত্যেক নেতাকর্মী এই ত্রাণ কার্যক্রম প্রত্যক্ষ করবেন কোথাও কোন দুর্নীতির খবর পেলে সাথে সাথে এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার চিন্তা করতে হবে।