হেরোইন ও ইয়াবাসহ রাঙ্গামাটিতে আটক-২

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিকে মাদকমুক্ত করতে এবং উঠতি বয়সী তরুনদের মাদকের সর্বনাশ থেকে রক্ষায় পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানের নির্দেশনায় কোতয়ালী থানা পুলিশের চলমান বিশেষ অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে শহরের পৃথক অভিযানে দুই মাদকসেবীকে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ হাতেনাতে আটক করেছে কতোয়ালী থানা পুলিশের একটি দল।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়–য়া আটকের সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে এসআই মোকাদ্দেস এর নেতৃত্বে এএসআই প্রদীপ দাশ, মহিউদ্দিন, রশিদ, রামু, নিহার ও গণেশ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে শহরের ফরেষ্ট কলোনী এলাকা থেকে মাদক ব্যবসায়ি মামুন ওরফে ফেন্সী মামুনকে আটক করে। এসময় তার দেহ তল্লাসি করে ৫১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে একই সময়ে এএসআই আসাদ, কনষ্টেবল বাপ্পী, রিপন কর্তৃক শহরের পাবলিক হেলথ এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদকসেবী ও সাজাপ্রাপ্ত আসামী মারুফ শেখকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩.২৫গ্রাম হেরোইনসহ ২৩ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধর করে পুলিশ। পুলিশ জানায়, আটককৃত মারুফ একটি জিআর মামলায় একবছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলো।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30