মহালছড়িতে ৫ শতাধিক দুঃস্থ-অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে নিরাপত্তাবাহিনী
শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার মহালছড়ির দূর্গম তবলছড়ি গ্রামে ৫ শতাধিক দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙালিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে নিরাপত্তাবাহিনী।
সোমবার সকালে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন মহালছড়ি সেনা জোনের বিদায়ী অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ মো. আব্দুল্লাহ জুনায়েদ পিএসসি ও নবাগত জোন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন ৩ নং ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চাকমা, ইউপি সদস্য মো. আলমগীর ও মুক্তিযোদ্ধা মোবারক আলী।
এ মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা দেন মহালছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যা্প্টেন নাহিদ নেওয়াজ ও খাগড়াছড়ি রিজিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. শামীমুজ্জামান।
এর আগে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এলাকার উন্নয়নে পাহাড়ি-বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহাবান জানানো হয়।
ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চাকমা নিরাপত্তাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে এলাকার চিকিৎসা বঞ্চিত হতদরিদ্র ও অসহায় পরিবারগুলো বিনামূল্যে চিকিৎসা সেবা পেল। তিনি সেনাবাহিনীকে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।