বাংলাদেশ সীমান্তের কাছে দুটো বিস্ফোরণ

বাংলাদেশের সীমান্তরক্ষীরা জানিয়েছে, মিয়ানমারের প্রায় ৫০ মিটার ভেতরে ঘটা বিস্ফোরণে এক নারীর পা উড়ে গেছে। তাকে চিকিৎসার জন্য বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।

মিয়ানমারের একটি গ্রামের কাছে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়াসহ কালো ধোঁয়া উড়তে দেখার কথা জানিয়েছেন রয়টার্সের সংবাদদাতারা।

সোমবার মিয়ানমারের তাউং পায়ো গ্রামের কাছে বিস্ফোরণের আগে গুলির শব্দ শুনতে পাওয়া এবং আগুন দেখতে পাওয়ার কথাও জানিয়েছেন তারা।

সীমান্তরক্ষীদের ধারণা আহত নারী পাতা মাইনের ওপর পা দিয়েছিলেন। যদিও এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

গত ২৪ অগাস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে এ পর্যন্ত ৪শ’ মানুষের মৃত্যু হয়েছে।

জাতিসংঘের হিসাবমতে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। রোহিঙ্গদের ঢল থামার কোনও লক্ষণও দেখা যাচ্ছে না।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30