রাঙ্গামাটি জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

॥ নিজস্ব প্রতিবেদক ॥ বর্তমান সরকার দেশের সকল মানুষের অধিকার সুরক্ষায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার বাস্তবায়নের জন্য পার্বত্য শান্তি চুক্তি করে পাহাড়ে শান্তি ফিরিয়ে এনেছে। পাহাড়ে এখন উন্নয়ন ধারা বইছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি পৌর ট্রাক টার্মিনাল চত্বরে জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও নব-নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সাবেক সভাপতি মোঃ ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, জেলা কৃষকলীগ সভাপতি জাহিদ আক্তার, নির্বাচিত সভাপতি বাবু কিশোর চৌধুরী, সাধারন সম্পাদক আবদুল মালেক ছোটন, সাংগঠনিক সম্পাদক আবুল বশর বাবুসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আরো বলেন, দেশের কল্যানে সকলকে কাজ করতে হবে। কাউকে প্রতিপক্ষ না ভেবে যে কোনো সংগঠনে সম্মিলিতভাবে কাজ করলে সেই সংগঠনের কার্যক্রম গতিশীল হয়। আর গতিশীলতা আসলে সংগঠন উন্নয়নের দিকে এগিয়ে যায়।
নব-নির্বাচিত কমিটির সভাপতি-সম্পাদক-সদস্যদের শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাব্বির আহমদ ওসমানী। আলোচনা সভা শেষে সংগঠনের সাবেক সভাপতি নব-নির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930