রাঙ্গামাটিতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥ রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বরায় তঞ্চ্যাঙ্গাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার গভীর রাতে উপজেলার দূর্গম ৩নং ফারুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে মুখোশপরা একদল দুর্বৃত্ত প্রাণনাশের ভয়ে বৌদ্ধ মন্দিরে ঘুমিয়ে থাকা অবস্থায় যুবলীগের ওই নেতাকে গুলি বর্ষণ করে। এতে ছরাগুলিতে গুরুতর আহত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়ে। এসময় তার মৃত্যু হয়েছে ভেবে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে বুধবার ভোররাতে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য রাঙ্গামাটিতে প্রেরণ করে। দুপুরে তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা অপারেশন করে আহতের শরীর থেকে ৫টি গুলি বের করে।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাছির উদ্দীন মোহাম্মদ জানান, এ ঘটনায় উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসের ৫ তারিখে আওয়ামীলীগ নেতা অরবিন্দু চাকমাকে হত্যাসহ রাঙ্গামাটি একজন মহিলা আওয়ামীলীগ নেত্রী ও বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাসেল মারমাকে হত্যার চেষ্ঠার মাত্র ৩০ দিনের মাথায় আবারো এক যুবলীগ নেতার উপর গুলি চালিয়ে গুরুত্বর আহত করেছে সশস্ত্র দৃর্বৃত্তরা।
এদিকে আওয়ামীলীগ নেতাদের গুলি করে হত্যা ও হত্যার চেষ্ঠার প্রতিবাদে রাঙ্গামাটি শহরের বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ। বুধবার দুপুরে রাঙ্গামাটি পৌর চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
র‌্যালীর নেতৃত্ব দেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর। এসময় বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সহ সভাপতি হাজী কামাল উদ্দিন, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হানিফসহ আওয়ামলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, যতদিন পার্বত্য চট্টগ্রামে অবৈধ উদ্ধার হবে না ততদিন এই অঞ্চলের নিরীহ মানুষদেরকে গুলি করে হত্যা করবে অস্ত্রধারী সন্ত্রাসীরা। অবিলম্বে পার্বত্য এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে এলাকায় শান্তি স্থাপনের জোর দাবী জানান।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031