চট্টগ্রাম বমিানবন্দরে ৪৮টি সোনার বার উদ্ধার

শনবিার সকালে বমিানরে বজি-ি১৩৬ ফ্লাইট থকেে এসব সোনা জব্দরে সঙ্গে সন্দহেভাজন হসিবেে ছয়জনকে আটক করা হয়ছেে বলে শুল্ক গোয়ন্দো অধদিপ্তররে উপ-পরচিালক আরফিুল ইসলাম জানয়িছেনে।
এসব সোনার ওজন পাঁচ কজেি ৫৯৮ গ্রাম, যার আনুমানকি বাজারমূল্য আড়াই কোটি টাকা বলে শুল্ক র্কমর্কতারা জানয়িছেনে।
শাহ আমানত আর্ন্তজাতকি বমিানবন্দররে ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জাহান বলনে, “বাংলাদশে বমিানরে পক্ষ থকেইে আমাদরেকে ফ্লাইটটতিে র্স্বণ থাকার বষিয়টি জানানো হয়।
“সাথে সাথে নরিাপত্তা র্কমর্কতা এবং শুল্ক গোয়ন্দোর র্কমর্কতাদরে নয়িে আমরা সইে ফ্লাইটটতিে যাই। সব যাত্রীকে নাময়িে আনা হয়।”
সারোয়ার-ই-জাহান বলনে, যাত্রীদরে মধ্যে জদ্দো থকেে চট্টগ্রামে আসা একজনরে শরীর তল্লাশী করে ১০টি সোনার বার পাওয়া যায়।
“এছাড়া বমিানরে একটি আসনরে নচিে ও সটি কাভাররে ভতেরে বাকি বারগুলো পাওয়া গছে।ে”
তনিি বলনে, যে যাত্রীর চট্টগ্রামে নমেে যাওয়ার কথা তনিইি মূল বাহক বলে ধারণা করছ।ি তনিি চট্টগ্রামে নমেে যাওয়ার পর অন্য যে যাত্রী বমিানে ওঠনে বারগুলো ঢাকায় নয়িে যাওয়ার দায়ত্বি ছলি তার।
“মূলত চট্টগ্রামে তাদরে একজন অন্যজনকে বারগুলো হস্তান্তর করার দায়ত্বি ছলি। আটক বাকি চারজন সন্দহেভাজন। তাদরে বষিয়ে শুল্ক গোয়ন্দো চূড়ান্ত সদ্ধিান্ত জানাব।ে”
তবে আটকদরে কারো নাম তাৎক্ষণকিভাবে জানাতে পারনেনি বমিানবন্দর ব্যবস্থাপক।
ফ্লাইটটি বলো ১২টা ৫০ মনিটিে চট্টগ্রাম থকেে ঢাকার উদ্দশ্যেে ছড়েে যাওয়ার কথা থাকলওে তল্লাশীর কারণে সোয়া ৩টার পর সটেি ছড়েে যায়।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে আমরা নতুন দেশ পেলাম —–প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031