অস্ত্র ও চাঁদাবাজীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে—দীপংকর তালুকদার

॥ হারাধন কর্মকার, রাজস্থলী ॥ সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য দীপংকর তালুকদার বলেছেন, পার্বত্য অঞ্চলে অস্ত্র ও চাঁদাবাজীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানিয়ে তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে নিরীহ মানুষদের অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায়, বিভিন্ন হয়রানীসহ সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে আঞ্চলিক দলগুলো। এই অস্ত্রবাজদের বিরুদ্ধে প্রতিটি পাড়া পাড়া প্রতিরোধ গড়ে তুলতে নেতা কর্মীদের আহবান জানান।
বুধবার (২৮ মার্চ) রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতির লক্ষে দিক নির্দেশনা মুলক যৌথ কর্মী সভা ২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হ্লাথোয়াইঅং মারমা গঞ্জ। সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ঞোমং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুফিজুল হক, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, জেলা পরিষদের সদস্য চানমনি তঞ্চঙ্গ্যা, থোয়াইচিং মারমা, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইচাইন চৌধুরী, রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা, সহ-সভাপতি পুলক বড়–য়া, সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংক্য মারমা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লংবতি ত্রিপুরা প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন মোঃ সামশুল আলম, হারাধন কর্মকার, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মংচিং চৌধুরী, ফোরকান হোসেন মুন্ন, নয়ন চৌধুরী, অপু দেব, আদুমং মারমা, ক্যসুইথুই মারমা প্রমুখ।
সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের শতশত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মী সভার পূর্বে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ২০১৬-২০১৮ অর্থ বছরে ৩৭ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত বাঙ্গালহালিয়া বাজার কেন্দ্রিয় জামে মসজিদ শুভ উদ্বোধন করেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এসময় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031