বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণ পরিষদের সাবেক সদস্য, দক্ষিণজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ জননেতা এম. আবু ছালেহ’কে গত ১ এপ্রিল মোমিন রোড়স্থ বাসভবনে দেখতে গেলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা, ঢাকা মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি জননেতা মোজাফফর হোসেন পল্টু। এসময় অন্যান্যদের মধ্যে লায়ন তাপস হোড়, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ হায়দার, রোটারি আন্তঃজেলা ৩২৮২ এর ডেপুটি গভর্নর মীর নাজমুল আহসান রবিন, মামুর খাইন সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা চৌধুরী, রেলওয়ে থানার সেকেন্ড অফিসার মীর সাব্বির আলী, সুমন চৌধুরী। এসময় আওয়ামীলীগের উপদেষ্ঠা মোজাফ্ফর হোসেন পল্টু অসুস্থ প্রবীণ আওয়ামীলীগনেতা এম. আবু ছালেহ’র শারীরিক অবস্হার খোঁজ খবর নেন। এসময় ২ প্রবীণনেতা রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিকথার স্মৃতি রোমন্তন করেন। উল্লেখ্য সাবেক এম.এন. এ আবু ছালেহ দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছে। এম. আবু ছালেহ সকলের কাছে দোয়া চেয়েছেন।