গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে ২৮তম বার্ষিক সভা ও ইছালে ছওয়াব মাহফিল

গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে ২৮তম বার্ষিক সভা ও ইছালে ছওয়াব মাহফিল

॥ লংগদু প্রতিনিধি ॥  লংগদু উপজেলার গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের ২৮তম বার্ষিক সভা ও ইছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শাহ আব্দুল জব্বার (রহঃ) এর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদ্রাসার প্রভাষক, বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল হাই নদভী বলেছেন, ইসলামের আলোয় আলোকিত করতে পারলে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তার জন্য স্রষ্টার নৈকট্য লাভ করতে হবে। বেশি বেশি করে তাক্ওয়া অর্জন করতে হবে।
রোববার, বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে আয়োজিত বার্ষিক সভায় সভায় সভাপতিত্ব করেন, বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ড ও কেন্দ্রীয় বায়তুশ শরফ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম (ম.জি.আ.)।
উপজেলা ইমাম সমিতির সভাপতি ও গাঁথাছড়া বায়তুশ শরফ মসজিদের পেশ ইমাম মাওলানা আমিনুর রশীদ এর পরিচালনায় আমন্ত্রিত আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন, জামেয়া হাশেমিয়া, রসুলপুর নারায়নগঞ্জের পরিচালক আলহাজ্ব  মাওলানা মুফতি ইমদাদুল্লাহ হাশেমী, চট্টগ্রাম বিটিভি ও জিটিভি এর আলোচক মাওলানা জিয়াউল হক আনসারী, হালুয়াঘাট ময়মনসিংহের হাফেজ মাওলানা হাবিবুর রহমান মাহমুদী, চট্টগ্রাম বায়তুশ শরফের মাওলানা কাজী মুহাম্মদ শিহাব উদ্দিন, মাইনীমুখ বাজার জামে মসজিদের খতিব মাওলানা সাদুর রশীদ।
অতিথির মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দিন, রাবেতা হাসপাতাল কো-অডিনেটর মোঃ সাইফুল্লাহ, জামে মসজিদের খতিব এএলএম সিরাজুল ইসলাম, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ ও পরিচালনা কমিটির সেক্রেটারী মোঃ এখলাস মিঞা খান উপস্থিত ছিলেন।
এছাড়া আমন্ত্রিত স্থানীয় ওলামায়েকেরামগনও ওয়াইজি বক্তব্য রাখেন। বাদে আছর থেকে মাহফিল শুরু হয়ে মধ্য রাতে এই ইছালে ছাওয়াব মাহফিল শেষ হয়। মাহফিলের সভাপতি আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম (ম.জি.আ.) দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এর পরপরই মাহফিলে আগত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930