॥ দীলিপ কুমার দাশ ॥ বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে গেলেও একটি শ্রেণীর মানুষ পার্বত্য অঞ্চলের মানুষ শিক্ষিত হোক তা চায় না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষকে ঘরে থেকে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে দিয়েছে। এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং পার্বত্য অঞ্চল থেকে ডাক্তার তৈরী করতে মেডিকেল কলেজ করে দিয়েছে কিন্তু একটি মহল প্রধানমন্ত্রীর এই উদ্যোগে বাধা গ্রস্থ করছে। তিনি এই সকল পার্বত্য অঞ্চল বিরোধীদের থেকে সজাগ থাকারও আহবান জানান।
গতকাল কাচালং শিশু সদনের ছাত্রবাসা ও বাউন্ডারী ওয়াল নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন কালে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এ কথা বলেন।
এ সময় কাচালং শিশু সদনের অধ্যক্ষ ও সাদা মনের মানুষ তিলকা নন্দ মহাথেরো ও কাচালং ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃষ কেতু চাকমা বলেন, সরকারের উদ্যোগ আছে বলেই এই অঞ্চলের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে চায়। ছাত্র ছাত্রীরা যাতে নিরাপদে শিক্ষা গ্রহণ করতে পারে এবং দুর্গম এলাকার ছেলে মেয়েদের নিরাপদ আবাসনে থেকে শিক্ষার সুযোগ পায় তার জন্য ২ কোটি ৫০ লক্ষ ব্যায়ে ছাত্র বাস নির্মাণ করে দিচ্ছে। তিনি প্রতিটি মানুষকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করারও আহবান জানান।
এছাড়া পরিষদ চেয়ারম্যান বাঘাইছড়ি উপজেলার বারিবিন্দু ঘাটে কাচালং নদীতে স্বেচ্ছাশ্রম নির্মিত সেতু পরিদর্শন করেন। পরে তিনি বারিবিন্দু ঘাটের সহশ্রাধিক বাড়ীঘরের জায়গা জমি রক্ষার্থে ৯০ লক্ষ টাকা ব্যয়ে বল্লী ও আরসিসি ওয়াল নির্মানাধীন প্রকল্প পরিদর্শন।
পরে তিনি বারিবিন্দু ঘাটে ধর্ম রেগা বন বিহারের অধ্যক্ষ ধর্ম তীর্ষ ভান্তের সাথে মতবিনিময় করেন এবং তার পঞ্চশীল গ্রহণ করেন। এ সময় চেয়ারম্যান বৃষ কেতু চাকমাকে ধর্ম তীর্ষ ভান্তে কর্তৃক একটি বালিং বৌদ্ধ উপহার দেয়া হয়।
এছাড়া ও তিনি বাঘাইছড়ি উপজেলায় রাঙ্গামাটি জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।