গত ৩ মে আন্তর্জাতিক গণমাধ্যমের স্বাধীনতা দিবস মানবাধিকার সংগঠন চট্টগ্রাম নগরীর একটি দৈনিক পত্রিকার অফিসে মানবাধিকার সংগঠন অধিকার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় বক্তারা বলেছেন গণতন্ত্র চর্চায় গণমাধ্যমের স্বাধীনতা চাই। গণতন্ত্র ও গণমাধ্যমের একে অপরের পরিপূরক। অবাধ গণতন্ত্রচর্চায় গণমাধ্যমকে চরম ভূমিকা রাখতে হয়। তার পাশাপাশি সত্য সংবাদ প্রকাশের কারণে অনেক সংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। যেমন চট্টগ্রামের যুগান্তরের লোহাগাড়া প্রতিনিধি মো সেলিম, আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি এস এম আকাশ ৫৭ ধারা আটক ও মামলা করা হয়েছে।বক্তারা আরো বলেছেন ৫৭ধারা ও ৩২ ধারা সাংবাদিকদের জন্য একটি চরম কালো আইন জমকালো আইনকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যেসব সাংবাদিকেরা বিভিন্ন মামলায় বিনা অপরাধে আটক রয়েছে এবং মামলা ঝুলে আছে তাদের মামলা প্রত্যাহার ও তাদের মুক্তি দাবি করেছেন। অধিকারের চট্টগ্রামের অধিকারের কর্ম ইমরান হোসেনের সঞ্চালনায় মানবাধিকার কর্মী ওসমান জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিউজ পোর্টাল এসোসিয়ানের চট্টগ্রামের সেক্রেটারি ও দৈনিক গিরিদর্পণ এর নির্বাহী সম্পাদক এম কে মমিন এ সময় আরো বক্তব্য রাখেন দৈনিক সাংগুর স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম, দৈনিক আয় করব তার বার্তা ব্যুরোচীপ কে এম আলী হাসান মোহাম্মদ মুসা মোঃ হেলাল উদ্দিন বাবর।