
মঙ্গলবার নন্দনকানন এলাকায় “আর এফ পুলিশ প্লাজায় চট্টগ্রামের সময় নিউজ এর ইফতার ও দোয়া মাহফিল মধ্য দিয়ে অন-লাইন টিভি “আর জি বাংলা টিভি’র শুভ উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন,উন্নত বিশ্বে অনলাইন ছাড়া কোন বিকল্পহীন, বর্তমান অনলাইন ধারাহিকতায় অনলাইন টিভি,অনলাইন নিউজ পোর্টাল গনমাধ্যম বর্তমান বিশ্বে প্রধান বাহক কাজ করছেন তাই আজ শুভ উদ্ভোধনে আর জি বাংলা টিভি ও চট্টগ্রামের সময় নিউজ পোর্টাল জন্য আগামী পথচলা অভিনন্দন জানাই, সব সময় জনগনের পাশে থাকবে এই প্রত্যয়ে শুভ কামনা রইলো। এতে সভাপতিত্ব করেন, জনাব এম ডি এইচ রাজু,আর জি বাংলা টিভি চেয়ারম্যান, চট্টগ্রামের সময় নিউজ পোর্টাল এর সম্পাদক /প্রকাশক। এতে উপস্থিত ছিলেন, কবি মুহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক এডিসি- বাংলাদেশ পুলিশ, বিশিষ্ট ফটোগ্রাফার জনাব শোয়েব ফারুকী,এডভোকেট ইফতিকার সাইমুল সভাপতি চট্টগ্রাম আইনজীবি পরিষদ, বিশিষ্ট ভাষ্কর ডি কে দাশ মামুন, মিডিয়া ব্যক্তিত্ব শেখ শওকত ইকবাল, লিটু দাশ বাবলু কেন্দ্রীয় আওয়ামী -যুবলীগ, একরামুল করিম বাবলু, ইয়াছিন আরাফাত কচি সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর ছাএলীগ,খোরশেদ আলম মানিক মহানগর ছাএলীগ, প্রশান্ত চৌধুরী ষীশু আওয়ামীলীগ ও যুবলীগ মহানগর, আবু তারেক রনি ক্রীড়া সম্পাদক মহানগর ছাএলীগ,ওহাব আলী,আবু মনসুর কালাম, এম আলম সিকদার,জসিম উদ্দীন চৌধুরী, মন্জুরুল আলম মন্জু,চেয়ারম্যান এএসএম লজিস্টিক, শাহাদাত রিপন এবং খ্যাতনামা সাংবাদিক, এডভোকেট,কবিওসাহিত্যিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,ফটোগ্রাফার, ফ্যাশন ডিজাইনার,মডেল ও মহানগর নেতা-নেএী বৃন্দগন।