সাজেকে নিরাপত্তা বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন রাঙ্গামাটি পার্বত্য জেলা সাজেকের দুইটিলা বাঙ্গালী পাড়া এলাকায় হতদরিদ্র রোগীদের মধ্যে দিনব্যাপী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন ১২বীর সেনা জোন কর্তৃপক্ষ। রবিবার(১০জুন) সকাল ১০ঘটিকায় দুইটিলা বাঙ্গালী পাড়া এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় অর্ধশতাধিক পাহাড়ী বাঙালী রোগীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন বাঘাইহাট সেনা জোনের মমেডিকেল টিমের আর এমও ক্যাপ্টেন খায়রুল এনাম মো: শাফায়েত জামিল। এবিষয়ে সেনা জোন কতৃপক্ষ থেকে জানানো হয় পাহাড়ী অঞ্চলের দুর্গম এলাকায় সাধারণ মানুষ উচু নিচু পাহাড় বেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সম্ভব না হওয়ায় এসব রোগী চিকিৎসা সেবা হতে বঞ্চিত হয়। সেই দুর্গম এলাকার সাধারণ গরীব মানুষের কথা চিন্তা করে জোনের পক্ষ হতে এ মহতি উদ্যেগ গ্রহণ করা হয়েছে।