ক্লাশ চলাকালীন সময়ে শ্রেণি কক্ষে ঢুকে খুন্তি দিয়ে পিটিয়ে পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি পূর্ব ডেঙ্গা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিগত ১৪ মার্চ সকাল ৯.৩০ ঘটিকায় শিক্ষিকা মিসফা সুলতানাকে স্থানীয় বখাটে আহসান উল্লাহ টুটুল ন্যাক্কার জনকভাবে এহেন হামলা ও নির্মম ঘটনা ঘটানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলার সভাপতি কাইছারুল আলম, কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিদ্দিকী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শেখর দাশ, চট্টগ্রাম জেলার সহ-সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, কছির উদ্দিন, মোঃ শহীদুল্লাহ, আজাদ ইকবাল পারভেজ, সিরাজুল মোস্তফা, বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিন তালুকদার, শাহীন আক্তার প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষিকার উপর স্পষ্ট দিবালোকে মধ্যযুগীয় কায়দায় খুন্তি দিয়ে বর্বর হামলাকারী ও নর-ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান। নেতৃবৃন্দরা আরও বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার একজন মুক্তিযুদ্ধের সন্তানের উপর এরূপ হামলার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোতে এমন নির্মম হামলাজনিত ঘটনা উত্তরোত্তর বৃদ্ধিপাবে এবং শিক্ষকরাও চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকবে। এরূপ ঘটনায় শিক্ষকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। গ্রেপ্তারকৃত অপরাধীর অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা না হলে অন্যথায় সমিতির পক্ষ থেকে মানববন্ধন, সাংবাদিক সম্মেলনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য থাকবে।