বঙ্গবন্ধুর খুনীদের পূর্ণ বিচার করতে হলে নৌকার বিজয়ের বিকল্প নাই–সিডিএ চেয়ারম্যান

৪৩তম শোকাবহ আগস্টের প্রথমদিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকী খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে এবং ১৫ আগস্টের শহীদদের স্মৃতির স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রগতিশীল সচেতন ছাত্র-যুবসমাজের উদ্যোগে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য পংকজ রায়ের সভাপতিত্বে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম উপরোক্ত মন্তব্য করেন। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ স্বপরিবারকে হত্যা করে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে বিপন্ন করে পিতাহীন রাষ্ট্রে পরিণত করার যে ষড়যন্ত্রে জিয়াউর রহমান ইন্ডেমনীটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করার যে ষড়যন্ত্র করেছিলেন তার বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আপামর বাঙালি জাতির ভোটে নির্বাচিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করার মাধ্যমে একের পর এক বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসির রায় কার্যকর করে সকল যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে যে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছেন তাকে কুলষিত করে বঙ্গবন্ধুর বাকী খুনীদের বাঁচিয়ে দেওয়ার অপচেষ্টায় বিএনপি-জামাত জোট যে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পিছনের দরজায় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার যে স্বপ্ন দেখছেন তাকে আগামী নির্বাচনে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে নৌকার বিজয় সুনিশ্চিত করে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান এবং ৭৫ এর ১৫ আগস্ট কালো রাত্রিতে বঙ্গবন্ধু সহ স্বপরিবারের স্মৃতি প্রতির বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। উক্ত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোয়ার জাহান মনি, সাধন দে, শামশেদ খোকন, নুর মোহাম্মদ, মো: সিরাজ, শাহেদুল আলম শাহেদ, আজগর আলী, ডা: জাহাঙ্গীর, মো: আবুল হোসেন, এম.এইচ. মানিক, তরিকুল বাহার, অপু দাশ, শাহজাহান রুবেল, মো: আমির, মহিউদ্দিন জনি, মো: সাদ্দাম, মো: আমিন, মো: আসিফ, আবদুস ছালাম বাবু, মো: সানি প্রমুখ।

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031