॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটির বিশিষ্ট লেখক ও গবেষক আতিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নেলিল্লাহে —–রাজেউন)। ১৬ অক্টোবর মঙ্গরবার দুপুর ১টা ৫ মিনিটে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সিলেটে তার পারিবারিক সূত্রে জানা গেছে ,গত ৯ মাস ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। সিলেটের উপশহর -১ এ তাঁর ছোট ছেলে ফয়েজুর রহমানের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার বাদএশা সিলেটের হযরত শাহ জালালের ( রাঃ ) দরবার শরীফ প্রাঙ্গনে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে দরবার শরীফের কবরস্থানে তাকে দায়ন করা হয়।
লেখক ও গবেষক আতিকুর রহমান সুদীর্ঘ বছর রাঙ্গামাটির তবলছড়ি ডি এস বি কলোনীতে বসবাস করেন। জীবনের শেষ বষসে তিনি সিলেটে ছেলে মেয়েদের কাছে চলে যান।
জীবদ্দশায় লেখক ও গবেষক আতিকুর রহমান পার্বত্য শান্তি প্রক্রিয়ার জন্য প্রচুর লেখালেখি করে গেছেন। তিনি রাঙ্গামাটির সাপ্তাহিক বনভূমি ও দৈনিক গিরিদর্পণের একজন নিয়মিত কলাম লেখক ছিলেন। এছাড়া লেখক ও গবেষক আতিকুর রহমান একাধিক জাতীয় দৈনিকেও পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতির উপর অসংখ্য কলাম লিখেছেন। পার্বত্য চট্টগ্রাম নিয়ে তাঁর লেখা বেশ কয়েকটি বই রয়েছে।
লেখক ও গবেষক আতিকুর রহমানের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সর্বপ্রথম দৈনিক সংবাদপত্র দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও সাপ্তাহিক বনভূমির সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।