৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন ২৭ অক্টোবর শনিবার সংগঠনের সভানেত্রী খুরশীদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দীন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন এবং বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে যুগান্তকারী সাফল্য রেখেছেন। এই ধারাবাহিকতা রক্ষার জন্য আগামী নির্বাচনে নৌকার বিজয়ে আমাদেরকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এতে আর বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস.কে পাল, সহ-সভাপতি আনিস আহমেদ, মহিলা আওয়ামী লীগের সহ- এস.কে পাল, সহ-সভাপতি আনিস আহমেদ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা আনজুমানা আরা চৌধুরী, সহ-সভানেত্রী মমতাজ খান, বিলকিস কলিমুল্লাহ, যুগ্ম সম্পাদিকা নীলু নাগ, হাসিনা আক্তার টুনু, এডভোকেট রোকসানা আক্তার, তপতী সরকার, সুচনা ধর, শামীম আক্তার, কৃষ্ণা চক্রবর্তী প্রমুখ।
সম্মেলনের ২য় অধিবেশনে তপতী সরকারকে সভানেত্রী ও সুলতানা বেগমকে সাধারণ সম্পাদিকা নির্বাচিত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।