চট্টগ্রাম নগরীর ৬নং রুটে কাউন্টার স্পেশাল সার্ভিসের উদ্বোধন :: আইন মেনে গাড়ী চালালে সড়কে বিশৃঙ্খলা ও যানজট হবেনা ঃ অতি.পুলিশ কমিশনার

চট্টগ্রাম নগরীর লালদীঘির পাড় এলাকায় ৬নং রুটে লুসাই পরিবহন কাউন্টার স্পেশাল সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সার্ভিসের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস.এম মোস্তাক আহমদ খান বিপিএম, পিপিএম (বার)। লুসাই পরিবহন লিমিটেডের সভাপতি মোঃ বদিউল আলম বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সমুর সঞ্চালনায় অনুষ্টিত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোঃ আমির জাফর ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) মোঃ তারেক আহমেদ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আলহাজ্ব গোলাম রসুল বাবুল। বক্তব্য রাখেন ট্রাফিক-উত্তর বিভাগের টিআই (প্রশাসন) মোঃ মহিউদ্দিন খান, টিআই (আন্দরকিল্লা) মুহাম্মদ নুরুল আবছার, সিটি বাস ওনার্স মালিক সমিতির সভাপতি তরুণ দাশগুপ্ত বানু, লুসাই পরিবহন লিমিটেডের সহ-সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ সিরাজউদৌল্লাহ নিপু, কালুরঘাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ওহিদুর রহমান কাদেরী, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম ও সিটি বাস ওনার্স মালিক সমিতির সম্পাদক হাসমত আলী
প্রধান অতিথির বক্তব্যে সিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস.এম মোস্তাক আহমদ খান বলেন, সড়ক পরিবহন আইন মেনে গাড়ী চালানো, গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা আনয়ন, দূর্ঘটনা রোধ, বেপরোয়া গাড়ী চলাচল থেকে ড্রাইভারদের বিরত রাখা, রোড সাইন চিনে গাড়ী চালানো, ছাত্র-ছাত্রী ও পথচারীসহ সকলের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করছে। পরিবহন চালক-হেলপারসহ সর্বস্তরের জনগণ সচেতন হলে দূর্ঘটনা অনেকাংশেই রোধ হবে ও সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। ট্রাফিক আইন মেনে গাড়ী চালালে সড়কে বিশৃঙ্খলা ও যানজট হবেনা। গাড়ী চালানোর সময় চালককে অবশ্যই পোষাক পরিধান ও হালনাগাদ ডকুমেন্ট সাথে রাখতে হবে। একই সাথে চালকের ড্রাইভিং লাইসেন্স সামনে ঝুলিয়ে রাখতে হবে। পরিবহন চালক-হেলপার আন্তরিক না হলে ট্রাফিক বিভাগের একার পক্ষে কোন কিছু করা সম্ভব নয়। এখন থেকে নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া যত্রতত্র দাঁড়িয়ে কোন গণপরিবহন যাত্রী উঠা-নামা করা যাবেনা। নগরীর ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ গ্রহন করা হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতায় আমরা যানজটমুক্ত নিরাপদ নগরী গড়ে তুলতে চাই।

পাহাড়ে কৃষি বিপ্লবের নতুন যাত্রা: খাগড়াছড়ির যাদুরাম পাড়ায় কৃষি যন্ত্রপাতি হস্তান্তর আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে কৃষকদের উৎপাদন ক্ষমতা বহুগুণ বাড়বে —-পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031