
॥ বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবানের বোমাং সার্কেলে প্রয়াত রাজা মংশৈ প্রু চৌধুরীর স্ত্রী রানী অনুচিং রবিবার (২৬ জানুয়ারী) বিকাল শোয়া চারটার দিকে পরলোকগমন করেছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, রবিবার বিকেলে বান্দরবান জেলা শহরের পুরাতন রাজবাড়ীল নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস্য ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯৪ বছর। এসময় তিনি ২ সন্তান, আত্মীয়-স্বজনসহ বহু শুভাকাঙ্খী রেখে গেছেন। রানী মাতার মৃত্যুর সংবাদ শহরে ছড়িয়ে পড়লে প্রয়াত বোমাং রাজার বাসভবনে রানীকে শেষ বারের মতো দেখতে সাধারণ মানুষের ভীড় পরিলক্ষিত হয়।
এদিকে বান্দরবানের বোমাং সার্কেলের প্রয়াত রাজা মংশৈ প্রু চৌধুরীর স্ত্রী রাণী অনুচিং মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি এক শোকবার্তায় রাণী মাতার আত্মার শান্তি কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, “প্রবীণ রাণী মাতার মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর মৃত্যুতে বান্দরবান একজন গুণী ব্যক্তিকে হারালো, যে অভাব কখনোই পূরণ হবার নয়”।
প্রসঙ্গত, আজ রোববার (২৬ জানুয়ারি) বিকালে বান্দরবান জেলা শহরের পুরাতন রাজবাড়ীর নিজ বাসভবনে রাণী অনুচিং মুত্যুবরণ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯৪ বছর। এসময় তিনি ২ সন্তান, স্বজনসহ বহু শুভাকাঙ্খী রেখে গেছেন। রাণীমাতার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে প্রয়াত বোমাং রাজার বাসভবনে সাধারণ মানুষের ভীর পরিলক্ষিত হয়।