॥ শেখ ইমতিয়াজ কামাল ইমন ॥ শুক্রবার রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবিতে ৬জন নিহত হওয়ার ঘটনায় পর জেলা প্রশাসনের জরুরী বৈঠকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পর্যটন কমপ্লেক্স ও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালন করেছে জেলা প্রশাসন। এসময় বোট মালিক ও চালকদের সাবধান করে ফিটনেস বিহীন বোট না চালানো, লাইফ জ্যাকেট ব্যবহার ও বোটের ছাদ খুলে ফেলার নিদের্শ প্রদান করেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে জেলা প্রশাসনের এক জরুরী সভায় ফিটনেস বিহীন বোট চলাচল বন্ধ, লাইফ জ্যাকেট ব্যবহার বাধ্যতামুলক ও বোটের ছাদ খুলে ফেলার সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তা বাস্তবায়ন করতে শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নৌ টুরিষ্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে শুক্রবার সড়ক দূঘর্টনা ও নৌকা ডুবির পর থেকে শনিবার সকাল থেকে রাঙ্গামাটিতে পর্যটক অনেকটা কমে গেছে, যে সব পর্যটক আসছেন তারা ভয়ে কেউ ইঞ্জিন চালিত বোটে চলাচল করতে দেখা যায়নি।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন বলেন, শুক্রবার রাঙ্গামাটিতে বোট ডুবে যে মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে তা যেন পুনরায় আর না ঘটে সেজন্য জেলা প্রশাসনের জরুরী মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং তা অব্যাহত থাকবে।