নড়াইলে অজ্ঞাত মহিলা উদ্ধার করেছে পুলিশ

নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের পশ্চিম পাশের্^ রাস্তার ওপর থেকে,(২০ মাচ)র্ সোমবার ১২টার দিকে একজন অসুস্থ অজ্ঞাত (৪০) মহিলাকে উদ্ধার করেছে থানা পুলিশ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, ওই দিন নড়াইলের নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম (কালু) আড়পাড়া গ্রামের রাস্তার ওপর অজ্ঞাত এক অসুস্থ মহিলাটিকে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশের সহায়তায় স্থানীয় গ্রাম পুলিশ নবাব শেখ মহিলাটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। পরে ওই মহিলাকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার উন্নতি না হওয়ায় পুলিশ হেফাজতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরনে ছিল হলুদ শাড়ি ও রাণী গোলাপি ব্লাউজ। তার গায়ের রং শ্যামলা, চেয়ারা লম্বাটে, উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি হালকা পাতলা গঠন, মাথার চুল কাচা-পাকা কুকড়ানো। অসুস্থজনিত কারনে কথা বলতে পারছেনা। মহিলাটির আত্মীয়-স্বজনদের সঠিক প্রমানাদি সহ লোহাগড়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930