
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
গতকাল সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ পালনের অংশ হিসেবে সকাল ১০ঃ০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” বিষয়ক দেয়ালিকা উন্মোচন করেন উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।
এরপর সকাল সাড়ে ১০ টায় রাঙ্গামাটির চিংহ্লা মং মারী স্টেডিয়াামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি ও ছবি গণমাধ্যমে প্রকাশের জন্য ই-মেইলে সংযুক্ত করে প্রেরণ করা হল। (প্রেস বিজ্ঞপ্তি)