বিশেষ সম্পাদকীয় ক্ষমতার দাপট বন্ধ করুন সাবধান! পার পাবেন না।

ক্ষমতার দাপট দেখাবেন না, দাপট বন্ধ করুন। নতুবা পার পাবেন না। সকল ক্ষমতার উৎস্য জনগন। জনগনের কষ্টার্জিত টাকা থেকে বেতন নিয়ে বেশী ক্ষমতা দেখাবেন না। ক্ষমতার দাপট দেখিয়ে বেশীদিন টিকে থাকা যায় না।
জনগনের সুখ দুঃখের জন্য প্রজাতন্ত্র সহ সকল কর্মকর্তা কর্মচারী নির্বাচন অথবা নিয়োগ দেয়া হয়ে থাকে। সে ক্ষেত্রে জনগনের উন্নয়নকে প্রাধান্য দিতে হবে। জনগনের জন্য উৎসর্গ করতে হয়। সে ক্ষেত্রে চেয়ার পেয়ে চেয়ারে বসে যা খুশী তা করা যাবে না। প্রত্যেকে প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব সুচারুরুপে পালন করতে হবে। দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মনে দুঃখ দিয়ে থাকে অথবা অনৈতিক আচারণ ও করে থাকে সে ক্ষেত্রে ধর্য্যশীলতার পরিচয় দিতে হবে। হঠাৎ করে তেলে বেগুনে জ¦লে উঠে জন সমক্ষে অশোভন আবরণ করা মোটেই উচিত নয়।
নিজেদেরকে সহনশীলতার পরিচয় দিতে হবে। চেয়ারের মর্যাদা দিতে হবে। কারও প্রতি যেন অহেতুক অবিচার না হয় সে দিকে কড়া নজর দিতে হবে।
নতুবা জনগন ছাড় দিবে না। জনগনের আদালতে বিচার হবেই। জনগনকে ক্ষেপিয়ে তুললে ফলাফল ভয়ানক হবে।
অতএব সাবধান ক্ষমতার দাপট দেখাবেন না। সংযত আচরণের মাধ্যমে জনগনের খেদমত করার চেষ্টা করবেন। ধরাকে সরাজ্ঞান না করে সংযম প্রদর্শন করুন।
আইনের ফাঁক ফোকর দিয়ে জনগন থেকে বেঁচে গেলেও শেষ বিচারের দিনে কাউকেও রেহাই দেবেন না। আল্লাহ অত্যন্ত সুবিচার করে থাকেন।
অর্থাৎ মরার উপর আল্লাহর বিচার থেকে কেউ বাঁচতে পারবেন না। অতএব সময় থাকতে সাবধান হয়ে যান। কলম বসানোর আগে চিন্তুা করে দেখেন। অথ্যাৎ “থিংক বিফোর ইংক” ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
জনগনকে আপন করতে শিখুন। অশোভনীয় আচরণ থেকে বিরত থাকুন। আচারণ পরিবর্তন করুন নইলে রেহাই পাবেন না।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930