বাড়াইপাড়া মানব কল্যাণ সমবায় সংস্থার উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী অনুষ্ঠিত

বহদ্দারহাট বাড়াই পাড়া মানব কল্যাণ সমবায় সংস্থা কর্তৃক আয়োজিত ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) ও হযরত আবু বক্কর ছিদ্দিকী আকবর (রাঃ) ফাতেহা উপলক্ষে ৬ষ্ঠ তম আজিমুশ্শান নূরানী মিলাদ মাহ্ফিল ২০১৭ সংগঠনের সভাপতি হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে মুহাম্মদ সুজনের সঞ্চালনায় অনুষ্টিত মাহ্ফিলে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাড়াই পাড়া হাজী রমজান জামে মসজিদের খতিব হয়রতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ মোস্তফা  কামাল (মঃজিঃআঃ)। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাগুনীয়া রানীরহাট আল আমিন হামিদীয়া ফাযিল ডিগ্রী  মাদ্রাসার আরবী প্রভাষক হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবুল কালাম বয়ানী (মঃজিঃআঃ),বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি আজিম নগর শাহী জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আবুন নুর মুহাম্মদ হাচ্ছান, বহদ্দারহাট বাড়াই পাড়া হাজী ইমাম আলী সওদাগর জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আনছারুল্লাহ নৈয়মী (মঃজিঃআঃ), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ও বাড়াই পাড়া মহল্লা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ম.হামিদ, হাজী রমজান আলী জামে মসজিদের মোতোয়াল্লী বিশিষ্ট সমাজ সেবক মো.ইব্রাহিম বাবুল, সাংবাদিক হান্নান রহিম তালুকদার, চাঁন্দগাও থানা গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মো: জানে আলম, গাউসিয়া কমিটি বাড়াই পাড়া সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক, সহ সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহান, মো.রমজান আলী. সংগঠনের সহ সভাপতি মো: ওসমান, সাধারণ সম্পাদক ইমরান, মো: মনজুর, মো: মাসুম, মো: হাসান, মো: মুরাদ, তুহিন, ইমরান, ইকরাম, সাইফুল ইসলাম, মো: কাইসার, সাইফু, মো: আনোয়ার, মো: ইমরান প্রমূখ।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031