॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি প্রেসক্লাবের সদস্য দৈনিক খবর পত্রের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ডাঃ আব্দুল হামিদ ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে ওয়াইন্নাহে রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে, নাতি নাতনী সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বাধ্যক্য জনিত কারণে আজ বিকালে স্বর্ণটিলা নিজ বাস ভবনে শেষ নিশ^াস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাঙ্গামাটি সাংবাদিক মহল সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
তার মুত্যুর সংবাদ পেয়ে রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ সমবেদনা জানাতে তার বাসায় ছুটে যান। এ সময় রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবের, সহ-সভাপতি অলি আহমেদ, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী, সদস্য মোঃ ইলিয়াস সহ বহু আত্মীয় স্বজন এবং তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ তাকে শেষ বারের মতো শ্রদ্ধা জানান।
আজ সকালে মরহুমের নামাজের জানাজা শেষে স্বর্ণটিলা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদের শোক
রাঙ্গামাটি প্রেসক্লাবের সদস্য দৈনিক খবর পত্রের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ডাঃ আব্দুল হামিদের ইন্তেকালে শোক জানিয়েছেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ। আজ বিকালে মুরহুমের নিজ বাস ভবনে গিয়ে শেষ বারের মতো শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পারিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের শোক
রাঙ্গামাটি প্রেসক্লাবের সদস্য দৈনিক খবর পত্রের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ডাঃ আব্দুল হামিদেও ইন্তেকালে শোক জানিয়েছেন রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম। রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ ও সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পারিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
রাঙ্গামাটি প্রেসক্লাবের শোক
রাঙ্গামাটি প্রেসক্লাবের সদস্য দৈনিক খবর পত্রের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ডাঃ আব্দুল হামিদেও ইন্তেকালে শোক জানিয়েছেন রাঙ্গামাটি প্রেসক্লাব। রাঙ্গামাটি প্রেসক্লারে সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হক এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পারিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।