খাগড়াছড়ি ::  জীবাণুনাশক গণকার্যক্রমে অংশ নিতে মাঠে নেমেছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

॥ মোহাম্মদ আবু তৈয়ব, রানা ভট্টাচার্য্য, খাগড়াছড়ি ॥  সারাবিশ্বের মতো বাংলাদেশেও ধেয়ে আসছে প্রাণঘাতী কোভিড-১৯ মহামারী করোনা ভাইরাস। এ অবস্থায় খুব দ্রুত লকডাউনের পথে পার্বত্য জেলা খাগড়াছড়িও। পাহাড়ে বসবাসকারি মানুষের মাঝে সচেতনতার চেয়ে আতংকই যেনো বেশি।
করোনার সংক্রমণ ও সংক্রমণ ঠেকাতে একদিকে স্বেচ্ছাশ্রমে নানা উদ্যোগ, অন্যদিকে সচেতনতার নামে লিফলেট, সাবান, মাস্ক ও ন্যায্য মূল্যে ভোগ্য পণ্য বিক্রয় নামে বিভিন্ন স্থানে জনসাধারণের গণজমায়েত। এতে পুরো শহর জুরে প্রাণঘাতী করোনাভাইরাস বিপর্যয়ের আশঙ্কা করছে এলাকাবাসী।
এই অবস্থায় পর্যটন নগরি খাগড়াছড়ি শহর এবং জেলাকে কোভিড-১৯’র বিপর্যয় থেকে মুক্ত ও নিরাপদ রাখতে, গত মঙ্গলবার থেকে শহরের প্রবেশমুখ বঙ্গবন্ধু স্কোয়ারে করোনা সচেতনতায় লিফলেট বিতরণ এবং সবধরণের যানবাহণে জীবাণুনাশক ব্লিচিং পাউডার মিশ্রিত পানি স্প্রে করে যাচ্ছে সংবাদকর্মীসহ একঝাক তরুণ। যাত্রীরাসহ শহরে প্রবেশ করা সকল জনসাধারণের হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। খাগড়াছড়িতে করোনা ভাইরাস সচেতনতা ও প্রতিরোধ কমিটির নামে পরিচালিত এই কার্যক্রম পরিস্থিতি সহনীয় না হওয়া পর্যন্ত, শহরের প্রতিটি গ্রাম, মহল্লার অলিগলিতে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকানোর চেষ্টা চালিয়ে নিতে জেলাবাসীর সহযোগীতা কামনা করেছেন উদ্যোগতারা।
এদিকে, জেলাকে কোভিড-১৯’র বিপর্যয় থেকে মুক্ত ও নিরাপদ রাখতে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি নিজেই জীবাণুনাশক গণকার্যক্রমে অংশ নিতে মাঠে নেমেছেন, ভারত প্রত্যাগত শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় শহরের শাপলা চত্ত্বরে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উদ্যোগে জনসচেতনতা কর্মসূচি ও সুরক্ষা সরঞ্জাম বিতরণের উদ্বোধন করেন, জেলা আওয়ামীলীগ সভাপতি। এছাড়াও জেলা সদর হাসপাতালে খাগড়াছড়িতে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিন এবং আইসোলেশন বেড ব্যবস্থাপনা পরিদর্শন করেন, স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এসময়, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাজেপ সদস্য নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, খোকনেশ^র ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, পৌরসভার মেয়র রফিকুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশিদ, রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দি মজুমদার, কাঠ ব্যবসায়ী সমিতি লিঃ সভাপতি তপন কান্তি দে, সাধারণ সম্পাদক সওকত উল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, ছাত্রলীগ সভাপতি টিকো চাকমা প্রমুখসহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা শহরের প্রাণ কেন্দ্র শাপ্লা চত্ত্বর মুক্তমঞ্চে ও জেলা সদর হাসপাতালে প্রাণঘাতী করোনা ভাইরাস জনসচেতনতা কর্মসূচি ও সুরক্ষা সরঞ্জাম বিতরণে অনুষ্ঠানে শত শত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। জনসচেতনতার নামে এমন কর্মসূচিতে জনসাধারণের উপস্থিতি পুরো শহর জুরে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা করছে সচেতন মহল।
অন্যদিকে, খাগড়াছড়ি পৌর টাউন হল চত্ত্বরে মেসার্স খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ উদ্যোগে টিসিবি’র পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য। এতে পাথা পিছু ১ কেজি চিনি, মশুর ডাল, সয়াবিন তেল ও ১ কেজি পেঁজ নিতে দীর্ঘ সারিতে গাদাগাদি করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে আছে অসংখ্য নারী পুরুষ। যেখানে করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে ও স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সরকারের সিদ্ধান্ত মোতাবেক সকল ধরণের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সভা-সমাবেশ, চা দোকান, হোটেল-রেস্তোরাঁয় আড্ডাসহ সকল প্রকারের গণজমায়েত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসক। সেখানে এমন কর্মসূচি বা গণজমায়েত ভাবিয়ে তুলছে পুরো শহরবাসীকে।
প্রাণঘাতী কোভিড-১৯ মহামারী করোনাভাইরাসএর সংক্রমণ ও বিপর্যয় ঠেকাতে গণজমায়েত করে কোন কর্মসূচি নয়, প্রয়োজন জনসচেতনতা। সকলে মিলে সচেতন হলেই এর ছোবল থেকে পর্যটন নগরি খাগড়াছড়ি জেলাবাসী এবং পুরো দেশকে রক্ষা করা যাবে বলে মনে করছেন সকলে।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031