
॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে সীমিত কর্মসূচিতে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে মহান স্বাধীনতা দিবসে সীমিত কর্মসূচিতেই স্বাধীনতা আন্দোলনে আতœত্যাগকারী শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধবনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার আলমগীর কবির ও জেলা মুক্তিযুদ্ধ সংগঠন, জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দগণ।
এসময় পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা’সহ পরিষদের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবতা পালনের মাধ্যমে শহীদদের আত্মার শান্তি কামনা করেন।