॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি শহরের ডিসি বাংলোর পার্ক থেকে জঙ্গি সন্দেহে আটক ৬ জনের মধ্যে ৪ আসামীর বয়স সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নিদের্শ দিয়ে সবাইকে পুনরায় জেলে পাঠানোর নিদের্শ দিয়েছে রাঙ্গামাটি বিচারিক আদালত।
বুধবার (২২মার্চ) সকালে রাঙ্গামাটির অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলী’র আদালতে আটক ৬জনকে হাজির করে পুলিশ ৭দিনের রিমান্ড আবেদন করে।
এ সময় আসামী পক্ষের আইনজীবিরা ৬জনের মধ্যে ৪জনকে অপ্রাপ্ত বয়স্ক বলে দাবী করে রিমান্ডের বিরোধীতা করে।
রিমান্ড ও জামিন শুনানির পর আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাকে ৪ আসামীর বয়স সংক্রান্ত প্রতিবেদন আগামী ৭ কর্মদিবসের মধ্যে দাখিলের নিদের্শ দিয়ে সকল আসামীকে জেলে প্রেরণের নিদের্শ দেয়।
উল্লেখ্য, গত রবিবার রাঙ্গামাটি শহরের ডিসি বাংলো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৬জনকে আটক করে ডিবি পুলিশ। এ অভিযানে আটককৃতরা হলো রংপুর কারমাইকেল কলেজের ছাত্র শিবিরের সাবেক সভাপতি হারুনুর রশিদ, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ইউসুফ বিন মিরাজ ও ইরফানুল হক, রাঙ্গামাটির মোস্তাফা কামাল, সাখাওয়াৎ হোসেন ও মুক্কুর আলমকে। এসময় তাদের কাছ থেকে কিছু জিহাদি বই ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়।