সোহেল রানা দীঘিনালা প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে খাগড়াছড়ির দীঘিনালা জোনেরসেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
শনিবার( ৪এপ্রিল) বোয়ালখালী নতুন বাজার শনিবার হাটবার থাকায়, হাটে বেঁচা কিনা করতে ক্রেতা বিক্রতার সমাগম হতে শুরু করে এতে সেনা টহল এসে পন্ড করে দেয়।
এছাড়া কবাখালী বাজার, দীঘিনালা বাজার,রশিক নগর বাজার,জামতলী বাজারও সেনা টহল গিয়ে বন্ধ করে দেয়।
দীঘিনালা জোনের সেনা টহলে থাকা লেঃ সুহৃদ শুভাননের বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসাবে বাজারে লোকজনের ভিড় কমানো,অপ্রয়োজনীয় দোকান ব্ন্ধ রাখা,কাঁচাবাজারে এক দোকানদার থেকে অন্য দোকানদারের দূরত্ব বজায় রাখা, দোকানদার এবং ক্রেতার মধ্যে দুরত্ব বজায় রাখার সু উপদেশ প্রদান করেন। এছাড়াও এলাকাবাসীকে বিশেষ প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের না হওয়ার উপদেশ দেন। মাস্ক বিহীন ব্যক্তিদের মাস্ক প্রদান করা হয়।