সাত হাজার কর্মচারীকে নিরাপদে থাকার অনুরোধ করলেন নিটল নিলয় গ্রুফের চেয়ারম্যান মাতলুব আহমেদ সিআইপি

আশরাফ উদ্দিন, মিরসরাই(চট্টগ্রাম)::: বাংলাদেশে টাটা গাড়ির একমাত্র পরিবেশক নিটল নিলয় গ্রুফের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ সিআইপি তার কোম্পানির কর্মকর্তা ও কর্মচারিদের করোনা ভাইরাস থেকে বাচার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করে নিরাপদে থাকার জন্য অনুরাধ করেছেন।
তিনি এক ভিড়িও কনফারেন্স বলেন, করোনা মহামারিতে আমার কোন কর্মচারী আক্রান্তহোক আমি চাইনা, আমার কোন কর্মচারীকে আমি হারাতে চাইনা। একদিন না একদিন সব কিছু সাভাবিক হবে, আবার কর্মচাঞ্চচ্ছল্য আসবে, ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে উঠবো। কিন্তু আমার কোন কর্মচারি হারিয়ে গেলে আমি আর তাকে ফিরে পাবো না। তাই সকলের প্রতি অনুরাধ সবাই নিরাপদে থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, পরিবেশকে সুন্দর রাখুন।
শনিবার (১১ এপ্রিল) দুপুর তিনটায় কোম্পানির কর্মকর্তদের সাথে এক ভিড়িও কনফারেনেন্সে তিনি তার কর্মকর্তাও কর্মচারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এসময় ভিড়িও কনফারেন্সে নিটল নিলয় এক্সপ্রেস ডিভিশনের সিইও (অবঃ) গ্রুফ ক্যাপটেন আবুল হোসাইন, ডিপুটি ম্যানেজার শহিদ আলম সহ প্রায় ৮২জন কর্মকর্তা যুক্ত ছিলেন।
কেরোনা মহামারিতেও দেশের অন্যসকল বড় ব্যবসায়ীরা মুনাফার লোভে তাদের ব্যবসায় বন্ধ না করে হাজার হাজার কর্মচারীদের ঝুকির মধ্যে ফেলেদিয়ে নিজেদের স্বার্থ রক্ষায় অমানবিকতার পরিচয় দিচ্ছিলেন, ঠিক তখনি নিরবে ব্যাতিক্রম পন্থা অবলম্বন করে যাচ্ছেন নিটল নিলয় গ্রুফের চেয়ারম্যান ও এফবিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমেদ সিআইপি। সরকারি সাধানণ ছুটি ঘোষণার সাথে সাথে গাত ২৬ মার্চ থেকে সারাদেশের প্রায় সাড়ে সাত হাজার কর্মচারী কর্মকর্তাদের সাধারণ ছুটি ঘোণনা করেন। বন্ধ করে দেন সকল ব্যাবসায়িক কার্যক্রম। সাড়ে সাত হাজার কর্মচারীর বিশাল অংকের বেতন প্রদান করেন যথা সময়ে। পাশাপাশি সারা দেশে করর্মরত চতুর্থশ্রেণীর কর্মচারীদের খাদ্য ও নিরাপত্তা সরঞ্চামের নিশ্চয়তা করেন। অনুরোধ করেন সকল কর্মচারী ও কর্মকর্তাদের নিজ নিজ অবস্থানে থেকে বাহিরে না যেতে। তিনি বলেন এই মুহুর্তে সবচেয়ে বড় অস্ত্র হলো ঘরে থাকা এর কোন বিকল্প নেই। তিনি বলেন, ঘরে থাকলেই সুস্থ থাকবে, পরিবেশ সুন্দর থাকবে।
নিটল নিলয় গ্রুফের চেয়ারম্যান আবদুল মাতলুব আহম্মেদ বলেন, এই মূহুর্তে ঘরে থাকা সবচেয়ে বড় অস্ত্র কোভিড়-১৯ এর সাথে যুদ্ধ করার জন্য। এর থেকে বড় কোন অস্ত্র নেই এই মহামারি ভারইস থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য। তাই আমার সকল কর্মচারীও কর্মকর্তাদের অনুরাধ করবো তোমরা ঘরে থাকো, নিজের নিরাপত্তার পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করো। ব্যাবসায়ের মূল উপাদান মানুষ, মানুষ যদি না থাকে ব্যবসায় কাকে দিয়ে করবো? তাই নিজেরদের পরিবারের জন্য, ব্যাবসায়ের জন্য, প্রয়োজন নিজেদের আগে বেচে থাকা। আর বেচে থাকতে হলে ঘরে থাকতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে, বার বার হাত দৌত করতে হবে।
মাতলুব আহমেদ বলেন আমরা সারা বাংলাদেশে কর্মরত সকল চতুর্থ শ্রেনির কর্মচারিদের খাদ্য সহায়তা করেছি, হাত দৌত করার জন্য সাবানের ব্যবস্থা করেছি। বিনা প্রয়োজনে নিজের অবস্তান পরিবর্তন করতে বারন করা হয়েছে। যথা সময়ের সকল কর্মচারীর বেতন ও ভাতা প্রদান করেছি। সরকারি নির্দেশনা অনুযায়ি সাধারণ ছুটি ঘোষনা করেছি সারা দেশে। একদিন না একদিন এই দুরাবস্তার অবসান হবে, আবার সব কিছু সাভাবিক হবে। ব্যবসায়িক যে ক্ষতি হচ্ছে তা একদিন কেটে যাবে। কিন্তু আমার কোন কর্মচারী হারিয়ে গেলে অমি আর তাকে ফিরে পাবো না। আমরা আজ ৮২ জন অনলাইন ভিড়িও কনফারেন্সে যুক্ত হয়েছি। আমি চাই সবকিছু সাভাবিক হওয়ার পরও যেন এই ৮২জন ও তাদের পরিবার সুরক্ষিত থাকে। তারা বেছে থাকলে তাদের পেছনে আমার যে বিপদ কালিন ভূর্তকি দিতে হচ্ছে তা তারাই ব্যাবসায়িক কর্ম সহযোগিতার মাধ্যমে পুষিয়ে দিবে। তাই বলবো- সুস্থ থাকবো, পরিবেশকে সুন্দর রাখবো।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউজিসি চেয়ারম্যানের সাথে মতবিনিময় সভা পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীরা শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে দৃষ্টি দিতে হবে ——ইউজিসি চেয়ারম্যান

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
2425262728