রাঙ্গামাটির রাজস্থলীতে রেশন নিয়ে অবতরণকালে হেলিকপ্টার বিধ্বস্থ, পাইলট অক্ষত

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটির রাজস্থলীতে সীমান্তবর্তী এলাকা দূর্গম বলিপাড়া আর্মি ক্যাম্পে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার সেনাবাহিনীর রেশনসহ অবতরণকালে দূর্ঘটনার সম্মুখিন হয়। রবিবার দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। হেলিকপ্টারে থাকা চারজন পাইলটের মধ্যে দুজন সামান্য আহত হয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে রাজস্থলী উপজেলার অফিসার ইনচার্জ মফজল আহমদ জানিয়েছেন, সকালে চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাটিঁ থেকে সেনাবাহিনীর রেশন নিয়ে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বলিপাড়া আর্মি ক্যাম্পে অবতরণের সময় হেলিকপ্টারের পাখায় আগুন লাগলে হেলিকপ্টার জরুরীভাবে অবতরণকালে এসময় হেলিকপ্টারে থাকা পাইলটদের মধ্যে দুজন সামান্য আহত হয়। ঘটনার পরই আরেকটি হেলিকপ্টার এসে আহত পাইলটদের উদ্ধার করে চট্টগ্রাম সামরিক হাসপাতারে নিয়ে যায়। দূর্ঘটনা কবলিত হেলিকপ্টারে থাকা রেশন পুড়ে গেছে বলে জানান ওসি মফজল আহমদ।
এ বিষয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর জানান, রাজস্থলীতে অবতরণকালে হেলিকপ্টার বিধ্বস্থ হওয়ার খবরটি আমি জেনেছি। এ ঘটনায় পাইলটরা সামান্য আহত হয়েছে বলে জানান তিনি।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930