দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর গোয়ালপাড়া গ্রামে স্বামীর সাথে মতবিরোধে সাথী রাণী রায় (৩৫) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার বিবরণে জানা যায়, ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের জীবন চন্দ্র রায়ের সাথে সাথী রাণী রায় এর ৪ বছর আগে বিবাহ হয়। বিবাহ হওয়ার পর তাদের ২টি সন্তান হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় সাথী রাণী রায় এর স্বামী জীবন চন্দ্র রায় বাড়ি থেকে বাহিরে যান। এ সময় সাথী রাণী রায় ঘরে গলায় দড়ি দিয়ে ফাঁস টাঙিয়ে আত্মহত্যা করেন। এ সময় জীবন চন্দ্র রায় বাড়িতে এসে ডাকাডাকি করলে ঘরের দরজা লাগানো থাকে। দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। বর্তমান লাশ ফুলবাড়ী হাসপাতালে রয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে দেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণের নির্দেশ দেন। তিনি জানান, ময়না তদন্তর রিপোর্ট ছাড়া হত্যা না আত্মহত্যা কিছুই বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট পেলে মামলা করা হবে।