॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ নোভেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সারাদেশব্যাঁপী অঘোষিত লকডাউনে গত কয়েক দিন যাবৎ কর্মহীন অসহায় হয়ে পড়েছে বান্দরবানের অসংখ্য জনসাধার, আর অসহায় দরিদ্র পরিবারের পাশে এবার হাত বাড়িয়েছে বান্দরবানের উজানীপাড়া জাগ্রত কল্যাণ সমিতি। বৃহস্পতিবার বিকালে বান্দরবান সদরের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উজানীপাড়া জাগ্রত কল্যাণ সমিতি সদস্যরা বান্দরবানের গরীব ও অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় বান্দরবানের উজানীপাড়া জাগ্রত কল্যাণ সমিতির উদ্যোগে গরিব ও অসহায়দের সামাজিক দূরত্ব নিশ্চিত করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার সাবেক কাউন্সিলর মং হ্নৈ চিং মারমা, ৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর থুইসিং প্রু লুবু, উজানীপাড়া জাগ্রত কল্যাণ সমিতির সভাপতি রাখাল দাশ, সাধারণ সম্পাদক স্বপন দাশ, সদস্য সুজিত দাশ, রতন বড়–য়া, প্রদিপ নাথ সহ সমিতির সদস্যরা। উজানীপাড়া জাগ্রত কল্যাণ সমিতির সভাপতি রাখাল দাশ জানান,আমরা সমিতির নিজ উদ্যোগে বান্দরবানের উজানীপাড়া নদীর পাড়ের ৬৭টি পরিবারকে খাদ্য সামগ্রী হিসেবে আজ চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবনসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি।