বান্দরবানে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক মতবিনিময় সভা

॥রাহুল বড়–য়া ছোটন,বান্দরবান॥ বান্দরবানে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল শুক্রবার সকাল ১০টায় পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো:শহীদুল আলম,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: নুরুল আবছার,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলী হোসেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, সদস্য লক্ষীপদ দাশ, সদস্য কাঞ্চনজয় তংচঙ্গ্যা, সদস্য মোজাম্মেল হক বাহাদুর , সদস্য মোস্তফা জামাল, সদস্য ক্যউচিং চাক, সদস্য তিং তিং ম্যা, সদস্য ¤্রাশা খিয়াং , সদস্য সিং ইয়ং ¤্রাে, সদস্য ফিলিপ ত্রিপুরা, ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ প্রমুখ। প্রস্তুতিমুলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,প্রতিবছরের মত এবারে ও পার্বত্য এলাকায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালন করা হবে। এবারের নববর্ষ উদযাপন অন্যান্য বছরের চেয়ে আরো আকষর্নীয় করে তুলতে পহেলা বৈশাখ, সাংগ্রাই,বিজু,বৈসু,সাংক্রাং সহ নতুন বছরের নতুন নতুন অনুষ্টানে পাহাড়ের আনন্দের মাত্রা আরো বাড়ানো হবে।উৎসবকে ঘিরে মৈত্রী পানি বর্ষণ,বলী খেলা,নাগরদোলা, আদিবাসীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব ও বর্নিল আয়োজনের সমারোহ হবে এবারের নতুন বছরের পহেলা বৈশাখ পালন। মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন,বাঙ্গালীদের পাশাপাশি বারোটি ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায় যাতে এই উৎসব আনন্দময় করে তুলতে পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। এছাড়া প্রতিবারের মত এবারে ও যাতে দেশী বিদেশি পর্যটকেরা উৎসবে অংশ নিতে পারে তার জন্য আয়োজক কমিটিকে সকল ধরণের সহযোগিতা করতে অনুরোধ জানান পার্বত্য প্রতিমন্ত্রী। এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা জানান, বাংলা নববর্ষ উদযাপনে সকলের সহযোগিতা প্রয়োজন । পাহাড়ের এই উৎসবে সকল সম্প্রদায়ের অংশগ্রহনে এবারে ও আরো জাকজমকপূর্ণ  এই উৎসব উদযাপন করা হবে।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে আমরা নতুন দেশ পেলাম —–প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031