॥ নিজস্ব প্রতিবেদক ॥ দেশের এই ক্রান্তি লগ্নে সরকারের পাশাপাশি যে সকল সামাজিক সংগঠন এনজিও সংগঠন ও ব্যক্তি মালিকরা এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ জানিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ বলেন, বৈশি^ক মহামারী করোনা দুর করতে হলে সামাজিক দুরত্ব নিশ্চিত করা খুবই জরুরী। তাই কর্মহীনদের পাশে দাঁড়ানোই হচ্ছে সকলের আমাদের সকলের দায়িত্ব। সরকার ও বিভিন্ন সামজিক সংগঠনের পাশাপাশি জাতীয় এনজিও সংস্থা আশা এসে দাঁড়িয়েছে তাই তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে সকল এনজিও সংস্থা গুলোকে এগিয়ে আসার আহবান জানান।
গতকাল রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসনের ত্রাণ ভান্ডারে ৫শ ব্যাগ ত্রাণ গ্রহণ কালে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ এ কথা বলেন।
এ সময় ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন আশা রাঙ্গামাটি কার্যালয়ের এরিয়া ম্যানেজার তপন চাকমা, সিনিয়র শাখা ব্যবস্থাপক শ্রীনাল বড়–য়া, শাখা ম্যানেজার মাশফিকুর রহমান।
আশার কর্মকর্তা জানান, করোনা দূর্যোগ মোকাবেলার জন্য সারা দেশে আশা মোট ১২ কোটি টাকার ত্রাণ সহায়তা দিচ্ছে আশা। করোনা দূর্যোগ মোকাবেলার জন্য অসহায় দুঃস্থ মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসককে ৫০০ ব্যাগ, কাউখালী, রাঙ্গামাটি সদর, বাঘাইছড়ি ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাদে ২০০ ব্যাগ করে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।
ত্রাণ সহায়তার মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও এক কেজি লবন।