বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবানে কোভিড-১৯ প্রার্দূভাব মোকাবেলায় কর্মহীন গরীব ও অসহায়দের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে বান্দরবান সদরের উজানিপাড়ায় অবস্থিত পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভালপমেন্ট কনর্সান (সিডিসি)এর কার্যালয় প্রাঙ্গনে বান্দরবান পৌরসভার উজানীপাড়া, মধ্যমপাড়া, জাদিপাড়া, কালাঘাটা এলাকায় বসবাসরত কর্মহীন গরীব, দুস্থ ও মেহনতী পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় কোভিড-১৯ প্রাদূর্ভাব মোকাবেলার ধারাবাহিকতা অব্যাহত রেখে এই দুর্যোগ মোকাবিলায় তালিকাভুক্ত ৩০০টি পরিবারের মাঝে চাউল ১৫ কেজি, ডাল ২ কেজি, আলু ৫ কেজি, তৈল ১ লিটার, পিয়াঁজ ১ কেজি, লবন ১ কেজি, গোসলের সাবান ৪টি, মাস্ক ৫টি বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে বান্দরবান পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর থুইসিং প্রু লুবু, সদর উপজেলা নিবার্চন কর্মকর্তা পরান্টু চাকমা, কমিউনিটি ডেভালপমেন্ট কনর্সান (সিডিসি) এর প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম (লালরিন), প্রকল্প পরিচালনা কমিটির সভাপতি পাকসিম বি.তোলাং, কমিটি সদস্য মংহাইসিং মারমা, কমিটি সদস্য থিমখুপ বুইতিং ও প্রকল্প কর্মকতা কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভালপমেন্ট কনর্সান (সিডিসি)এর প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম (লালরিন) জানান, এই কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর থেকে আমাদের প্রকল্পের তালিকাভুক্ত পরিবারসমূহ যারা অধিকাংশ পেশায় দিনমজুর, খেটে খাওয়া শ্রমজীবি ও রিক্সা চালক রয়েছে এসব উপকারভোগীদের সমাজিক সচেতনতা ও প্রটেকশনের লক্ষে গত ২৪ মার্চ আমরা বিভিন্ন সুরক্ষা সামগ্রী ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছি এবং আমাদের এই কার্যক্রম আগামীতে ও অব্যাহত থাকবে।