॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি জেলায় অব্যাহত বেড়ে যাওয়া করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙ্গামাটিতে জরুরী সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান, দোকান ও মার্কেট বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এছাড়া রাঙ্গামাটির সকল প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে। প্রবেশপথ গুলোতে আরো কঠোর নজরদারী বাড়ানোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। ২০ মে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ গতকাল বৈঠকে জানান বুধবার বিকেল থেকেই এ আদেশ কার্যকর হবে। রাঙ্গামাটির বিভিন্ন বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে এই তথ্য জানিয়েছেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্ব অনুষ্ঠিত জরুরী সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন, সেনাবাহিনী রাঙ্গামাটি সদর জোনের স্টাফ অফিসার মেজর নাজমুল ইসলাম প্রমূখ। সভায় রাঙ্গামাটির বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবু ছৈয়দ, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আনোয়ার মিয়া বানু,তবলছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ জহির আহমদ সওদাগরসহ বিভিন্ন স্তরের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাঙ্গামাটি শহরে প্রবেশের ক্ষেত্রে প্রতিটি চেকপোষ্টে সতর্কভাবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাঙ্গামাটি শহরের বাইরে থেকে যাতে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য রাঙ্গামাটির প্রবেশপথ সব গুলোতেই কঠোর নজরদারী বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।
এদিকে প্রশাসনের কিছুটা ঢিলে ঢালার কারণে শহরে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে মোটর সাইকেল ও সিএনজি অটোরিক্সা চলাচল শুরু করে দিয়েছে। তাই শহরে অযথা যানবাহন চলাচল যাতে করতে না পারে তার উপর কঠোর নজরদারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।