রাঙ্গামাটিতে করোনা আক্রান্ত বেড়ে ৭৮, করোনা উপসর্গে মারা যাওয়া দুজনের রিপোর্ট পজিটিভ

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে দুজন পুলিশসহ নতুন করে আরো ৮জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে রাঙ্গামাটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে। এদের মধ্যে মৃত দুজনের করোনা পজিটিভ বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।
রবিবার (৭ জুন) রাতে বাঘাইছড়ি উপজেলার ১ জন এবং সোমবার (৮জুন) সকালে চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে নতুনভাবে আরো ৭জন করোনায় আক্রান্ত হয় বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল। এর মধ্যে রাঙ্গামাটি সদরে ৩জন, কাউখালী উপজেলা থেকে ২জন এবং কাপ্তাই উপজেলা থেকে ২জন নতুন করে সনাক্ত হয়েছে।
তিনি জানান, ৮টি রিপোর্টের মধ্যে গত ৬জুন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধ এবং গত ৩১ মে কাপ্তাইয়ের রাইখালীতে মারা যাওয়া এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930