ভারত শাসিত কাশ্মিরে ভূমিধসে দুই কিশোরী মারা গেছে। রোববার পুলিশ একথা জানায়। ভারত শাসিত কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ২০৭ কিলোমিটার দূরে পার্বত্য কিশতওয়ার জেলার বারনাদি সিজদি এলাকায় এই ভূমিধস হয়।এক কর্মকর্তা বলেন, ‘গতকাল এখানে একটি ভূমিধস হয়। এতে ১৫ বছর বয়সী দুই কিশোরী মারা গেছে। এ সময় ওখানে থাকা আরো দুজন অক্ষত রয়েছে।’দুর্ঘটনার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়দের সহায়তায় ধ্বংস্তুপের ভেতর থেকে লাশ দুটিকে উদ্ধার করা হয়েছে।
Post Views: ৮৪