বান্দরবান প্রতিনিধি ॥ করোনাভাইরাস সংক্রমণে ঝুঁকি রোধে বান্দরবান জেলা তথ্য অফিস এর উদ্যোগে বান্দরবান সদর, রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক জনসচেতনতামূলক সড়ক প্রচার কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশে গত ৮মার্চ প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত হয়, তখন থেকেই তথ্য মন্ত্রণালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনায় বান্দরবান জেলা তথ্য অফিসের মাধ্যমে দুর্গম পাহাড়ে এই প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে। বান্দরবান জেলা তথ্য অফিসার কে.এম.খালিদ বিন জামান জানান, করোনাভাইরাস সংক্রমণে ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য বিধি মেনে বান্দরবানে জনগণকে উদ্বুদ্ধকরণের কার্যক্রম চলমান রেখেছে বান্দরবান জেলা তথ্য অফিস, জনসচেতনতামূলক সড়ক প্রচার কার্যক্রম চলমান রয়েছে। বান্দরবান জেলা তথ্য অফিসের কর্মচারীরা বিভিন্ন উপজেলায় ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে।