॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বান্দরবানে প্রান্তিক কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে চারা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বান্দরবান পার্র্বত্য জেলা পরিষদের হলরুমে ভার্চুয়াল সভার মাধ্যমে এই চারা বিতরণের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ৩ পার্বত্য জেলায় প্রান্তিক কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ৭লক্ষ ২৫ হাজার চারা বিতরণ করা হবে এবং চারা রোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্যের অনেকটাই উন্নয়ন হবে। এসময় চারা বিতরণ অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, মুখ্য নির্বাহি কর্মকর্তা এটি এম কাউছার হোসেন, সদস্য ক্যসাপ্রু মারমা, সদস্য মোজাম্মেল হক বাহাদুরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রান্তিক কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।