॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥ কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল এর পদোন্নতিজনিত বদলী উপলক্ষ্যে বিদায় এবং উপজেলা মহিলা ক্লাবের সভানেত্রী আফরোজা আক্তার রেখার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কাপ্তাই উপজেলার নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল তাঁর সৎ কর্ম দিয়ে সকলের মন জয় করেছেন। তিনি একজন দক্ষ, আর্দশবান কর্মকর্তা ছিলেন। তারা সকলেই বিদায়ী এই কর্মকর্তার পরবর্তী কর্মস্থলের সফলতা কামনা করেন।
বুধবার (২২ জুলাই) উপজেলা অর্ফিসাস ক্লাব, কাপ্তাইয়ে উদ্যোগে অর্ফিসাস ক্লাব ভবনে সকল বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে এই বিদায় সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা কৃষি অফিসার সামসুল আলম চৌধুরী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্চয় দেবনাথ, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মো: ইদ্রিচ, সহকারী তথ্য কর্মকর্তা মো: হারুনসহ অনেকে।
পরে বিদায়ী দুই অতিথিকে উপজেলা অফির্সাস ক্লাবের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।