শ্রীকান্ত চৌধুরী ,রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদে বুধবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এর পক্ষে রাঙ্গুনিয়া পৌরসভার সুযোগ্য মেয়র, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ত্রাণ সমন্বয়ক আলহাজ্ব মোঃ শাহজাহান সিকদার এর সার্বিক পরামর্শ ক্রমে বিজিএফ এর চাল বিতরণ করেন চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক-আলহাজ্ব মোঃ ইদ্রিচ আজগর চেয়ারম্যান। এ সময় চন্দ্রঘোনা ইউনিয়ন ত্রান সমন্বয় কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম , চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি -সম্পাদক, প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি -সম্পাদক ও অত্র ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সদস্যা বৃন্দ উপস্হিত ছিলেন।