বান্দরবানে হোটেলে বসে জুয়া খেলা, ৬ জুয়াড়িকে জরিমানা

॥লামা প্রতিনিধি॥ বান্দরবানের লামা বাজারে ৬ জুয়াড়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সুত্রে জানা যায় ,বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বান্দরবানের লামা পৌরসভা এলাকার সোনালী ব্যাংক ভবনের নিচতলায় হোটেল প্রিজনে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করে পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে লামা পৌরসভার নয়া পাড়া এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে ফারুক হোসেন (৩৫), চাম্পাতলী এলাকার ওয়াহেদ আলীর ছেলে মোঃ হেদায়েত উল্লাহ (৪০), টিটিএন্ডডিসি এলাকার জাফর আলীর ছেলে নুর জামাল (৩৩), নয়া পাড়া এলাকার জাফর আলীর ছেলে সাহাব উদ্দিন (৩৮) বমু বিলছড়ি এলাকার নুরুল কবিরের ছেলে নুর মোহাম্মদ (৪০) ও নয়া পাড়া এলাকার আতর আলীর ছেলে মোঃ আলী কে আটক করা হয়, এরপর প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বান্দরবানের লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, লামা বাজারে আবাসিক হোটেল প্রিজনে লামা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং এসময় জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়িকে জরিমানা করা হয়।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30