বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ত্রাণ সহায়তা দিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি

॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ ২১ আগষ্ট বান্দরবানের পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৩ ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বান্দরবান সদরের পূরবী বার্মিজ মার্কেট এর সামনে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন খাত থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত দোকান প্রতি ২০ হাজার টাকা, ৫০ কেজি চাল ও বান্দরবান চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির এর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। এাণ সহায়তা প্রদানকালে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুরসহ প্রমূখ উপস্থিত ছিলেন। এাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আমাদের সবাইকে আরো বেশি সচেতন হতে হবে। আগুন নিয়ন্ত্রণে প্রতিটি মার্কেটে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। এসময় মন্ত্রী আরো বলেন, আমাদের এই ক্ষতি কাটিয়ে সবাইকে আবার পুরোদমে ব্যবসায় নামতে হবে এবং সেই সাথে সাথে সর্তকতা অবলম্বন করতে হবে। প্রসঙ্গত, ২১ আগস্ট বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডে বান্দরবান সদরের পূরবী বার্মিজ মার্কেটে আগুন লেগে ২৩টি দোকান পুড়ে যায় আর এতে প্রায় ৪কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

দারুল আরকাম প্রকল্পের মাধ্যমে উন্নত জাতি গঠনে কাজ করছে ইসলামিক ফাউন্ডেশন ——বোরহান উদ্দিন উন্নয়নমূখী পার্বত্য চট্টগ্রাম গড়তে হলে প্রশিক্ষণের প্রকৃত জ্ঞানকে কাজে লাগাতে হবে —-এ কে এম মকছুদ আহমেদ প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবেন ——মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123
45678910
11121314151617
18192021222324
252627282930