॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা রাইখালী থেকে ৪টি শক্তিশালী বোমাসহ বাবা ও ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন, বাবা থোয়াই সুইনু মারমা (৪৩) ও ছেলে ক্যহিংহলা মারমা (২২)। থোয়াই সুইনু মারমা রাইখালী ইউনিয়নের মেম্বার ও জনসংহতি সমিতি মুল দলের সাবেক সভাপতি। আর ছেলে ক্যহিংহলা মারমা কাপ্তাই থানা পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) সভাপতি।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে চন্দ্রঘোনা রাইখালীর নিজ ঘরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অত্যাধুনিক ৪টি বোমাসহ বাবা ও ছেলেকে আটক করে।
পুলিশ জানায়, পার্বত্য এলাকায় নাশকতা সৃষ্টির জন্য বান্দরবান থেকে এইসব বিষ্ফোরক নিয়ে আসা হয়েছিল। আটককৃতরা এইসব বিস্ফোরক সশস্ত্রগ্রুপগুলোর কাছে পৌঁছে দেয়ার প্রস্তুতি নিচ্ছিলো। এরি মধ্যে আরো অনেক বিষ্ফোরক রাঙ্গামাটির বিভিন্ন স্থানে নিয়ে আসা হয়েছে বলে আটককৃতরা প্রাথমিক ভাবে স্বীকার করেছে। রাতে যৌথ বাহিনী আটককৃতদের চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করেছে।